রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগরীতে বিএসটিআই এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রংপুর মহানগরীর আর কে রোডে অবস্থিত মেসার্স ঠিকানা রেস্তোরাঁকে সিএম লাইসেন্স ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে বিএসটিআই আইন ১৫ (১)/২৭ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজী। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান মুবিন-উল-ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।