আবু শাহান সেলিম, রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল "মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ"।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর মেডিকেল মোড় থেকে র্যালি শুরু হয়। এটি বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে জিলা স্কুলের সামনের রাস্তা পেরিয়ে টাউন হলের মূল ফটকে এসে শেষ হয়। র্যালিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পথসভায় রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মীর কাশেম আলী। নানা ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সংগঠনটি আজ গণমানুষের আস্থার জায়গায় পৌঁছেছে। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ইসলামী মূল্যবোধ ধ্বংস করতে ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পাঁচজন শিক্ষার্থীকে গুম করা হয়েছে। তিনি সরকারের কাছে দ্রুত এসব গুম হওয়া নেতাকর্মীর তথ্য প্রকাশের দাবি জানান।
সংগঠনের সেক্রেটারি হামিদুর রহমান বলেন, বাংলাদেশ ৫ই আগস্টের পর ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে। পাশের দেশে পলাতক হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রশিবির যেকোনো মূল্যে এসব রুখে দেবে এবং আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ। সেই লক্ষ্যেই ছাত্রশিবির কাজ করে যাবে।