প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
রংপুরে এক দফা দাবিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিক্ষোভ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় প্রয়োজনে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান ও পুনর্বাসন এবং নির্বাচন পরিচালনার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসলেও আনসার ও ভিডিপি সদস্যরা ব্যাপক বৈষম্যে জর্জরিত। এই বাহিনীর সকল বৈষম্য নিরসন করে তাদের চাকুরী জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করছেন রংপুরে আনছার বাহিনীর সদস্যরা। শ্লোগানকে মনে ধারণ করে ‘তুমি কে আমি কে আনসার-আনসার’ ‘এক দফা এক দাবি জাতীয় করণ-জাতীয় করণ’ ‘আমরা সবাই একত্রিকরণ, আনসার হোক জাতীয়করণ’ ‘আর নয় চুক্তি, এবার হউক মুক্তি’ শ্লোগানে মূখরিত হয়ে রংপুরে এক দফা দাবিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিক্ষোভ কর্মসূচির পালন করেছে। রবিবার (২৫ আগস্ট) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর বিভাগের সকল আনসারদের উপস্থিতিতে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ কর্মসূচির মধ্যে ছিলো শ্লোগানে মূখরিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মিছিল নিয়ে রংপুর রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিস ঘেড়াও পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বর এসে রাস্তা বন্ধ করে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন । এ সময় আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৯৪৮ সালে প্রতিষ্ঠা হয় আনসার বাহিনী।
পুলিশের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এই বাহিনী। কিন্তু আমরা তিন বছরের চুক্তিতে কাজ করি। তিন বছর পর ৫-৬ মাস বাসায় বসে থাকতে হয় পরে আবার ডাক পরলে আমাদের কাজে যোগ দিতে হয় পরের তিন বছরের জন্য। আমাদের যা বেতন তাতে এমনিতেই সংসার চলে না তার উপর আবার ৫-৬মাস বসে থাকতে হয়। তাই আমাদের দাবি একটাই আমাদের চাকুরি জাতীয়করণ করতে হবে। দাবি আদায়ের লক্ষে আমরা আমাদের কর্ম বন্ধ রেখে মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
এ ব্যাপারে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছেন না। নেতৃত্বে রংপুর বিভাগের সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com