রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলায় ভোট গ্রহণ চলছে

লেখক: মোঃ সেলিম
প্রকাশ: 7 months ago

স্টফ রিপোর্টার, রংপুর:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুরের পীরগাছা ও কাউনিয়া  দুই উপজেলায় ভোট গ্রহণ চলছে। পীরগাছা উপজেলায় অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রংনাথ দাখিল মাদ্রাসাসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রের বাহিরে কর্মী ও সমর্থকদের জটলা থাকলেও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। অন্নদানগর বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের  প্রিজাডিং অফিসার খাদেমুল ইসলাম বলেন, সকাল ১০টা পর্যন্ত
৩৪৫১ ভোটের মধ্যে ভোট পড়েছে প্রায় ৪শত ।
রংনাথ দাখিল মাদ্রাসার প্রিজাডিং অফিসার আলীবর হোসেন সরকার বলেন, এই কেন্দ্রে নারী- পুরুষ মিলে মোট ভোটার নারী ৩৬২৭ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২০৫ জন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার  উপস্থিতি বাড়বে। এখন পর্যন্ত পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ভালো।
প্রথম ধাপের নির্বাচনে রংপুরের দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জনসহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ৪ লাখ ৮৬ হাজার ২৪১ জন ভোটার ১৫২টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
error: Content is protected !!