যৌবনটা করেছে ক্ষয়
মুহাঃ মোশাররফ হোসেন
মনে যাহা চেয়েছিল পাইনি তাহা
হারিয়েছে অনেক কিছু,
সেই চাওয়াটা হয়ত ছিল আকস্মিক
তাই পড়ে গেছে তার থেকে পিছু।
মনের ক্ষুদা মনেই থাকে
চোখের ক্ষুদায় লাগে তৃষ্ণা,
মনের ভিতর আগুণ জ্বলে
কাপড় ভিজে চোখের বন্যা!
মনের চাপা যন্ত্রনা বুকে রেখে
উৎসর্গ করেছিলো জীবন,
আত্মসম্মান আর অস্তিত্বের ভয়ে
জীবনটা করেছিলো হরণ।
পেয়েছিলো হারানোর ভয়
তাইতো করতে পারিনি জয়,
তাও সেই ভয়েই রয়ছে পড়ে
শুধুই যৌবনটা করেছে ক্ষয়।
মনে যাহা চেয়েছিল পাইনি তাহা
হারিয়েছে অনেক কিছু,
সেই চাওয়াটা হয়ত ছিল আকস্মিক
তাই পড়ে গেছে তার থেকে পিছু।
মনের ক্ষুদা মনেই থাকে
চোখের ক্ষুদায় লাগে তৃষ্ণা,
মনের ভিতর আগুণ জ্বলে
কাপড় ভিজে চোখের বন্যা!
মনের চাপা যন্ত্রনা বুকে রেখে
উৎসর্গ করেছিলো জীবন,
আত্মসম্মান আর অস্তিত্বের ভয়ে
জীবনটা করেছিলো হরণ।
পেয়েছিলো হারানোর ভয়
তাইতো করতে পারিনি জয়,
তাও সেই ভয়েই রয়ছে পড়ে
শুধুই যৌবনটা করেছে ক্ষয়।