যৌতুক লোভী স্বামী মারপিট করে গর্ভপাত ঘটিয়ে তাড়িয়ে দিয়েছে স্ত্রী কে আদালতে মামলা 

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

পাইকগাছা খুলনা প্রতিনিধি:
পাইকগাছায় স্বামীর চাহিদা মত যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী হেনাকে পিটিয়ে গর্ভপাত ঘটিয়ে তাড়িয়ে দিয়েছে পিত্রালয়। আদালতে মামলা স্বামীর বিরুদ্ধে সমন।
মামলার অভিযোগে যানাযায় উপজেলার গদাইপুর গ্রামের আজিজ সরদারের মেয়ে হেনা। ২০২১ সালেম এক লক্ষ টাকা দেনমোহর ধার্যে একই উপজেলার রামনাথপুর গ্রামের শেখ মোনজেত হসেনের পুত্র মুরাদ শেখ এর সাথে বিয়ে হয়। বিয়ের সময় হেনার পিতা চার লক্ষাধিক টাকার স্বার্ণাংঙ্কার ও আসবাবপত্র উপডৌপন দেয়। এর পর হেনানও তার মুদারাদ ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে থাকেও হেনা গর্মেনসে চাকুরী করে।
যৌতুক লোভী মুরাদ হেনার বেতনে ৪ লক্ষ্যাধীক টাকা আত্মসাৎ করে। ঐ অবস্থায় ঘর সংসার করা কালে হেনা অন্তঃসত্ত্বা হয়ে পরে। তখন যৌতুক লোভী স্বামী মুরাদ হেনাকে পিত্রালয় থেকে মটর সাইকেল বা দুই লক্ষ টাকা যৌতুক আনতে বলে। হেনা অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত এবং ঔষধ খাইয়ে তার গর্ভপাত ঘটায় ঐ অবস্থায় তাকে পিত্রালয়ে তাড়িয়ে দেয়। পিত্রালয় এসে হেনা তার স্বামীর সাথে আপোষ মিমাংশা করে সংসার করার চেষ্টা করে বার্থ হয়।
অতঃপর গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ হেনা বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধধ আইনে একটি মামলা করে। যাহার মামলা নং সিআর ১২৮৯/২৪, আদালত মামলাটি আমলে নিয়ে যৌতুক লোভী স্বামী মুরাদ এর বিরুদ্ধে সমন ইস্যু করেন।
error: Content is protected !!