Monday, February 3, 2025

যে ২০ শর্তে সমাবেশের অনুমতি পেল আ. লীগ-বিএনপি

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

এক দফার আন্দোলনে থাকা বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে ২০ শর্তে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে দুই দলকে অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। এতে ২০ টি শর্ত জুড়ে দেওয়া হয়। শর্তগুলো হচ্ছে-নিম্নে:

১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে।
২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে।
৩. অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশ এর যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।
৪. বেলা ১২টার আগে কোনক্রমেই জনসমাগম করা যাবে না।
৫. নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।

৬. নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে (ভদ্রোচিতভাবে) চেকিং এর ব্যবস্থা করতে হবে।
৭. অনুমোদিত স্থানের বাইরে কোথাও লোক সমবেত হতে পারবে না।
৮. আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময়ে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না ।
৯. ধর্মীয় অনুভূতির উপর আঘাত আসতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না।
১০. অনুমোদিত সময়ের মধ্যে (বেলা ২টা থেকে ৫টা) সমাবেশের সার্বিক কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে।
১১. সমাবেশ সমাপ্তির পর যাওয়ার সময় রাস্তায় কোথাও কোনো সংক্ষিপ্ত সমাবেশ বা অবস্থান করা যাবে না।

১২. আদালতে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সমাবেশে বক্তব্য দিতে পারবে না বা তার কোনো বক্তব্য সমাবেশে প্রচার করা যাবে না।
১৩. রাস্তার বাম লেন ন্যূনতম ব্যবহার করে সমাবেশ করতে হবে এবং অন্য লেনসমূহ কোনক্রমেই ব্যবহার করা যাবে না।
১৪. আইন-শৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না।
১৫. রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না।
১৬. উসকানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না।
১৭. সমাবেশে ব্যানারের আড়ালে কোন ধরনের লাঠি-সোঁটা বা রড সদৃশ কোনো বস্তু ব্যবহার করা যাবে না।

১৮. আইন-শৃঙ্খলার অবনতি ও কোন বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
১৯. উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে।

২০. জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এ অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

সি,বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আজ সরস্বতী পূজা বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মাতোয়ারা শিক্ষার্থীরা

স্বীকৃতি বিশ্বাস, যশোর: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ উদযাপিত হচ্ছে। বিদ্যা, সঙ্গীত ও জ্ঞানের দেবী...

যশোর জেলা

যশোর জেলা মুহাঃ মোশাররফ হোসেন ধন্য আমি করেছে প্রভু যশোর জেলায় জন্ম, হে প্রভু করিও তুমি রহম যেন বুঝতে পারি এর মর্ম। যশোর মোদের...

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে “একতাই শক্তি আমার বাংলাদেশ”-এর জনসেবার অনন্য উদ্যোগ

জাবির আহম্মেদ জিহাদ, কুড়িগ্রাম প্রতিনিধি : “একতাই শক্তি, একতাই উন্নতি” – এই স্লোগানকে সামনে রেখে মানবসেবামূলক সংগঠন “একতাই শক্তি...

শুরু হতে চলেছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এম পি কাপ টুর্নামেন্ট 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ  আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত বিধায়ক কার্য্যালয়ে মথুরাপুর...