যেনে রেখো প্রিয় জন
মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্
পাইলে মানিক ধন
করিও তা স্ব যতন,
অবহেলা অযতন
করিবে তা যখন।
হাজারো গুণিজন
সুযোগ খুঁজবে তখন,
আহা! এই অমূল্য রতন
পাইতাম যদি এখন।
চলে গেলেও মোর জীবন
করিবো তা সংরক্ষণ,
ওহে প্রিয় ভাই-বোন
দামী জিনিস চেনে ক’জন?
মনে রেখো সারাক্ষণ
আছে যত অমূল্য ধন,
ছোট বড় সকলের মন
তাঁর দিকেই আকর্ষণ।
শোনো ওরে আত্মীয় স্বজন
কাঁদিওনা তখন,
হাতে পেয়েও মানিক ধন
হারাইবা যখন।
যেনে রেখো প্রিয় জন
হারাতে তা কতক্ষণ,
আছে যত মানিক রতন
করিও তা সংরক্ষণ।
আশায় আছে শত জন
চিনে যারা এই রতন,
সময় থাকিতে তাহা
করিও স্ব যতন।