যাপিত কথন

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

আহমেদ হানিফ

কুয়াশাচ্ছন্ন ভোরটাতে বিরামহীন কর্মযজ্ঞে
ব্যস্ততার আবরণে মনুষ্য
নিকটাত্মীয়রা বহুদূরের শহরে
রগউঠা হাতের শুকনো খড়কুটোর সন্ধান।

পাশের বাড়িতে আয়েশে পিঠাপুলির জোগাড়
প্রবীণ মানুষের ছলছল নয়ন
ভাতার টাকায় চলেনা সংসার
সূর্য উঠার আগেই যেন করুণার সফর।

মলিন একখানা চাদর আবৃত বৃদ্ধা
ঠকঠক আওয়াজে তড়িঘড়ি ছুটছে
স্কুল ময়দানে শীতবস্ত্র বিতরণ
নসিবে যেন জুটে গরমের কাপড়।

অনাবাদি জমির মতোই মূল্যহীন
সমাজের দায়সারাও যেন নেই
অনাহারে বৃদ্ধার জীবন যায় যায়
খড়কুটোর সন্ধানে ব্যস্ত হাতদুটো।

কোনো একদিন সন্তানরা আসবে
মাছ তরকারিতে ভাত খাবে
অতৃপ্ত বাসনা গুলোর পূরণে
বৃদ্ধার জীবনের গল্প গুলো নতুনমোড় নেয়।

আসে না কেউ বহুদিন যায়
বৃদ্ধার আত্মার আহাজারি
শীতের প্রকোপ বাড়ে
ব্যতিব্যস্ত হয়ে পড়ে বৃদ্ধ খড়ের সন্ধানে।

নতুন দিনের জন্য আকুলতা বৃদ্ধার
স্বজনের সাথে খুনসুটি
জরাজীর্ণ ঘরখানায় আনন্দ আসবে
বাছারা ভালোবাসবে যতনে।

অপলকে খড়কুটো কুড়াতে কুড়াতে
ভাবে সুখের দিন কবে আসবে
শীতের অবসানে
নাকি বিনিদ্র রজনীর তাপস্যে।

error: Content is protected !!