লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদে ২১/০৫/২০৩২ইং রোজ রবিবার সকাল ১১ টার সময় ফ্রেন্ডশিপ সু-শাসন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত মত বিনিময় সভায় ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে দুর্যোগ কালীন সময়ে বন্যা কবলিত হত-দরিদ্র লোকেরা ফ্রেন্ডশিপ এর কর্ম এলাকায় খাদ্য নিরাপত্তা ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায় সে লক্ষ্যে ফ্রেন্ডশিপের সহায়তা শীর্ষক মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সরবেশ আলী, এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী কে. এম সাইদুর রহমান, ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ জিল্লুর রহমান, সিনিয়র প্রকল্প কর্মকর্তা মোঃ টিপু সুলতান।
উক্ত মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সুশাসন প্রকল্পের রৌমারী এলাকার সকল সিনিয়র সুপারভাইজার ও সুপারভাইজারগন এবং ফ্রেন্ডশিপের কর্ম এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গগন।