সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাস থেকে ২৮বোতল বিদেশী মদসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে ঝিকরগাছা থানাধীন পারবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে স্বপন হোসেন সুজন (৩২) ও সজীব হোসেন (২৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে সাব্বির হোসেন সৈকত (২০), কাশিপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে রাহাত হোসেন রকি (১৯)।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) বখতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিকরগাছা থানাধীন পারবাজার থানা মোড়স্থ যশোর-বেনাপোল মহাসড়কের রাস্তার বাম পার্শ্বে সোনালী ব্যাংক, পারবাজার শাখার সামনে নাভারণ হতে ছেড়ে আসা যশোরগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪জনকে ২৮ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।