মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর মনিরামপুর উপজেলা চালকিডাঙ্গার বাজার সংলগ্নে আব্দুর রাজ্জাক'র তৌফিক নার্সারিতে ১ একর ৭ শতক জমিতে মাল্টা ফলের বাগানে বাম্পার ফলন হয়েছে। ৪ সেপ্টেম্বর সোমবার সকালে চালকি ডাঙ্গা বাজার সংলগ্নে আব্দুর রাজ্জাকের মাল্টা বাগানে এই দৃশ্য দেখা যায়। জানা যায়, মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার সংলগ্নে আব্দুর রাজ্জাকের ১ একর ৭ শতক জমিতে সব কয়টি মালটা গাছে ব্যাপক বাম্পার ফলনের রূপ ধারণ করেছে। এই বিষয়ে মাল্টার বাগানের মালিক আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘ ৪ বছর আমার ১ একর ৭ শতক জমিতে মাল্টা চাষ করে আসিতেছি তবে এ বছরে আমার এই জমিতে মাল্টা ফল ব্যাপক ধরেছে। তবে আমার এই বাগানে মাল্টা পরিপূর্ণভাবে পাকতে এখনো ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। তবে আমার বাগানে মাল্টা ফল খুবই ভালো হয়েছে। তবে মাল্টা চাষে আমি স্বাবলম্বী।