যশোর মণিরামপুর বাজার পানির তলায় হাবুডুবু।লক্ষ লক্ষ টাকা ক্ষতির আশংকা

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মণিরামপুর প্রতিনিধিঃ

যশোর মণিরামপুর পৌরশহরে হালকা বৃষ্টি হতেই, মনে হয় জল সমুদ্র পরিনত হয়েছে।
মণিরামপুর কাঁচা বাজার সহ কাপড় পট্টি,জুয়েলারি পট্টি,ফল পট্টি,বীজ পট্টি, কামার পট্টি,সহ গার্মেন্টস পট্টি পানিতে পরিপূর্ণ হওয়ার কারনে যেমন সাধারণ মানুষ চলাচল করতে পারছে না।তেমনী রাতে বৃষ্টি হলে দিনের বেলায় দোকান খুলে দেখতে পায় দোকানের ভেতরে পানি ঢুকে নতুন মাল পত্র ভিজে নষ্ট হয়ে গেছে।
তেমন পাইকারী কাচা বাজারে গেলে দেখা মেলে পানির অসাধারণ দৃশ্য। দোকানের মাল পত্র হাটু পানিতে পরিপূর্ণ বাজার। নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার কাঁচা মাল। যে কারনে বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষ কে কাঁচা তরিতরকারি। ফার্মেসী দোকানে দেখা মেলে দোকানি কে দোকানের ভেতর থেকে পানি সেচতে। এভাবে মণিরামপুর পৌর শহরের মুল কেন্দ্র পানির তলায় ডুবে আছে,দেখে মনে হয় এ আর এক ভবদহ।


মণিরামপুর মেইন সড়ক উঁচু হওয়ায় বাজারে পূর্ব পাশ থেকে পানি অপসারণ হচ্ছে না।মুল কারন অপরিকল্পিত সড়ক নির্মাণ,নেই পানি অপসারণের ড্রেনেজ ব্যবস্থা।যে কারনে ভুগছেন সাধারণ মানুষ।
সাধারণ মানুষের দাবী মণিরামপুর মুল সড়কের পাস দিয়ে পানি অপসারণ ড্রেনেজ ব্যবস্থা করা হোক।

মণিরামপুর মুল ফটকের কোটি টাকার সড়ক মাত্র কয়েক দিনেই শেষ।

মণিরামপুর বাজারের মুল ফটকের সড়ক
কয়েক মাসেই সড়কে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো ফাটল সহ বড়ো বড়ো গর্তে পরিনত হয়েছে।
রড সিমেন্ট দিয়ে ঢালায় করে সড়ক নির্মাণ করলেও মাত্র কয়েক মাসে সড়ক ভেঙ্গে বড়ো বড়ো গর্তে পরিনত হয়েছে যে কারনে আবার ও কয়েক মাসের ব্যাবধানে সড়কে আবারও যানজট সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে এসব ভাঙ্গা যায়গায় পিচ ও পাথর দিয়ে পুটিং দিলেও, আরো ভয়ংকর আকার ধারন করছে এই সড়ক।পুটিং দেওয়া পাথর উঠে সড়কে ছড়িয়ে যাওয়ার কারনে ঘটতে পারে বড়ো ধরনের সড়ক দুর্ঘটনা।
নেই উচ্চ মহলের তদারকি যে কারনে অনিয়মের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মেইন সড়ক নির্মাণের সময় একাধিক পত্র পত্রিকায় সড়ক অনিয়মের অভিযোগ উঠলেও কোনো পদক্ষেপ নেন নি সড়ক বিভাগ সহ স্হানীয় সড়ক প্রকৌশলী।
অপরিকল্পিত ড্রেন বাজার ছাড়া উচু থাকায় পানি অপসারণ হচ্ছে না।
ফলে ব্যাবসায়ীদের হচ্ছে লক্ষ লক্ষ টাকার ক্ষতি।স্হানীয় সাধারণ মানুষের দাবী বিষয়টি দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হোক।

error: Content is protected !!