যশোর বাঘারপাড়ায়  চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ভ্যান সহ আটক -১

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
 তারই ধারাবাহিকতায় : গত ২৬ জানুয়ারী রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় বাঘারপাড়া থানাধীন উত্তর চাঁদপুর সাকিনে মাঠের মধ্যে কাচা রাস্তার উপর অজ্ঞাতনামা আরোহী ভ্যান চালক রমজান আলীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ভ্যান চালক রমজান আলীকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। অসুস্থ ভ্যান চালক রমজান আলী বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনায় ভ্যান চালকের পিতা কলিম উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করলে বাঘারপাড়া থানার মামলা নং-০৭ তাং-২৭/০১/২০২৪ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
 মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিনতাইকারীকে সনাক্ত করে ডিবি’র একটি টিম পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই আমিরুল, মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ইং ০১/০৩/২০২৪ তারিখ সন্ধ্যায় চৌগাছা থানাধীন শাহজাদপুর সাকিনে অভিযান পরিচালনা করে ভিকটিমের মোবাইলসহ ছিনতাইকারী ইয়ামিনকে গ্রেফতার করে। পরে ইয়ামিনের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাইকৃত ভ্যানের বডিফ্রেমসহ, এবং ব্যাটারী, সাউন্ড সেট, চাকা যুক্ত অটো ভ্যান পৃথক পৃথক স্থান থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং ছিনতাইকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
আসামীর তথ্যঃ
১। ইয়ামিন মোল্লা (২১), পিতা- মোঃ মনিরুল ইসলাম, সাং-বেতালপাড়া, বর্তমানে মাঝিয়ালী বালুরচর, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ছিনতাইকাজে ব্যবহৃত ১টি চাকু।
২। ছিনতাইকৃত অটো ভ্যানের বডিফ্রেম।
৩। ছিনতাইকৃত অটো ভ্যানে ব্যাটারী, সাউন্ড সেট, চাকা যুক্ত অটো ভ্যান।
বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ।
error: Content is protected !!