যশোর জননেতা তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
লেখক:
এম, ওয়াজেদ আলী প্রকাশ: 3 hours ago
স্টাফ রিপোর্টার:
যশোর বিএনপি পার্টি অফিসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা তরিকুল ইসলামের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯/১০/২৪ইং তারিখ ঙ্গলবার বিকালে বিএনপির পার্টি অফিসে এই অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে যশোর বিএনপি’র পার্টি অফিসে সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বড় ভাই আনজারুল হক খোকন।
সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বড় ভাই আনজারুল হক খোকন।
বিকাল চারটায় বিএনপি পার্টি অফিসে সদর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক তানভীর রায়হান তুহিনের সভাপতিতে এবং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ আনজারুল হক খোকন বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায় বর্তমান থানা বিএনপি নেতা ইদ্রিস আলী যুগ্ন আহবায় বুলবুল চৌধুরী খুরশিদ আলম বাবু শরিফুল ইসলাম সহ সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ১৫ টি ইউনিয়ন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিা সম্পাদকসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।