যশোর চুকনগর সড়কে সামাজিক বনায়ন পাহারার দায়িত্বে কুলসুম বেগম
লেখক:
Rakib hossain প্রকাশ: 1 year ago
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা চুকনগর মহাসড়কে সতীঘাটা বীর বিক্রম ব্রীজ হতে কুয়াদা বাজার পর্যন্ত সামাজিক বনায়ন পাহারার দায়িত্ব পেলেন, সতীঘাটা কামালপুরে (৪১) কুলসুম বেগম। ২২ শে জুলাই শনিবার বিকালে চুকনগর সড়কে বাতানবাড়ী নামক স্থানে বনায়ন এই পাহারাদার হিসাবে পালন করতে দেখা যায়। সরেজমিনে গিয়ে জানা যায় সতীঘাটা বনায়ন কমিটির নেতৃবৃন্দ আমাকে বনায়ন রক্ষণাবেক্ষণ বন পাহারাদার হিসেবে দায়িত্ব দেন। বনায়ন পাহাদার কুলসুম বেগম বলেন, সতীঘাটা বনায়ন কমিটির নেতৃবৃন্দ আমাকে বনায়নের এবং বন রক্ষণাবেক্ষনের কাজের দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি হয়েছি। তিনি আরো বলেন, আমার স্বামী নেই কয়েক বছর আগে আমার স্বামী মারা যায় আমি এই বয়সে বনায়ন বন রক্ষণাবেক্ষণের পাহারাদার কাজের দায়িত্ব পাওয়ায় আমি নিজেকে ধন্য মনে করি। আমি যেন বনায়ন বন রক্ষণাবেক্ষনের ১০ বছরে প্রজেক্টকে নিজের প্রচেষ্টায় চারা গাছ রোপন করার শুরু থেকে লালন পালন করে এ ১০ বছর প্রজেক্টকে শেষ পর্যন্ত স্বাবলম্বিত করে গড়ে তুলতে পারি। এদিকে সতীঘাটা বনায়ন কমিটির সভাপতি জনাব শহিদুল ইসলাম খোকা খোকার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যশোর সদরে চুকনগর সড়কে সতীঘাটা বাজার বীর বিক্রম ব্রীজ হতে কুয়াদা বাজার পর্যন্ত সামাজিক বনায়ন কমিটি যশোর সদর উপজেলার বন বিভাগকে একটি সফল বাগান উপহার দিয়েছেন। তবে বন বিভাগ আমাদের প্রচেষ্টায় এই সফল বাগানটি বিক্রি করে ৫৫ ভাগ লভ্যাংশ বনায়ন কমিটির সদস্যদের ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে দেন। আবারো ১০ বছরের জন্য চুকনগর সড়কে সতীঘাটা বনায়ন কমিটি সতীঘটা বীর বিক্রম ব্রীজ হতে কুয়াদা পর্যন্ত এই সড়কের দুই পাশ দিয়ে ৬ হাজার চারা গাছ রোপন করা হয়েছে। এবার আমরা এই ১০ বছর প্রজেক্টকে রক্ষণাবেক্ষণ মাধ্যমে নিজেদের প্রচেষ্টা যশোর সদর উপজেলার বন বিভাগকে আবারও একটা ভালো সফল বাগান পরিণত করে উপহার দিতে পারি সেই জন্য বনায়ন বন পাহারাদার হিসেবে কুলসুম বেগমকে দায়িত্ব দেয়া হয়।