মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
"গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলা চুকনগর মহাসড়কে
সতীঘাটা বীর বিক্রম ব্রীজ হতে কুয়াদা বাজার পর্যন্ত সামাজিক বন পরিদর্শন করেন, বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম। ২১ জুলাই শুক্রবার ১০ টার সময় সতীঘাটা বীর বিক্রম ব্রীজ হতে কুযাদা বাজার পর্যন্ত এই সামাজিক বন পরিদর্শন করা হয়। এই বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক বন বিভাগ যশোর এর আওতাধীন যশোর জেলা সদর উপজেলা এলাকাটিতে স্থানীয় উপকারভোগী যারা বিগত দুটি আবদ্ধ বাগান করেছেন এবার তাদের সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় ট্রি ফারমিং দ্বারা প্রায় ৫ কিলোমিটার উপকারভোগী দল ৫ হাজার চারা রোপণ করেছেন, এবং পরিচর্চা করে যাচ্ছেন। তবে এই বাগানটি একটি সফল বাগান পরিণত হবে। এখান থেকে প্রকৃতি উদবৃত্তি হবে এখান থেকে যারা এই রাস্তা দিয়ে যাবেন তারা ছায়া পাবেন। সর্বোপরি দারিদ্র বিমোচনের এই বাগানটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উপকারভোগী সদস্যরা এই বাগান বিক্রি করে তারা তাদের লভ্যাংশের বিক্রির অর্থ থেকে ৫৫ ভাগ অর্থ পাবেন। তারা দারিদ্র বিমোচন থেকে অর্থ ব্যয় করতে পারবেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, জনাব জহির উদ্দিন আকন বন সংরক্ষণ যশোর অঞ্চল। এই সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাজিক বন বিভাগ যশোর আব্দুল খালেক ও মাঠকর্মী ফজলুর রহমান, মাঠকর্মী আবু খায়ের। আরো উপস্থিত ছিলেন, সতীঘাটা সামাজিক বনায়ন কমিটির সভাপতি শহিদুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ উপস্থিত স্থানীয় সদস্য বৃন্দ।