প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
যশোর ঈদগাহ ময়দানে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে ৯নং ঝাঁপা ইউনিয়ন কর্তৃক প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামে মসজিদে আগামী ২৭শে ডিসেম্বর ২০২৪ ইং আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এর যশোর ঈদগাহ ময়দানে আগমন উপলক্ষে ৯নং ঝাঁপা ইউনিয়ন কর্তৃক এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯নং ঝাঁপা ইউনিয়নের আমীর মাওলানা মুদাচ্ছের আলী সভাপতির অনুমতিতে পবিত্র আল কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু করা হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডঃ গাজী এনামুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার আমীর ও শিক্ষাবিদ অধ্যপক ফজলুক হক, সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসেন এছাড়াও উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের যশোর ঈদগাহ ময়দানে আগমন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামুলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের মধ্য বিরতিতে আসরের নামাজ জামায়াতে আদায়ের পর আরও কিছু আলোচনা করে বিশেষ দোয়া করে রাজগঞ্জ বাজারে আমীরের আগমনের শুভেচ্ছা বিনিময়ের একটা মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com