Wednesday, January 22, 2025

যশোরে হত্যা মামলায় ০২ আসামির যাবজ্জীবন

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের রবিউল ইসলাম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। অতিরিক্ত পিপি আসাদুজ্জামান নিউজবিডিজার্নালিস্ট কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লাউজানি গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আমিনুর রহমান কটা ও একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে রুবেল। এছাড়া এ মামলা থেকে অন্য তিন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, লাউজানি গ্রামের তিনভাই মমিনুর রহমান ওরফে খলিল, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, রবিউল ইসলাম তার মেয়ের বিষয় নিয়ে ঝিকরগাছা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার আসামি ছিলেন কটার ছেলে চন্টু। আসামিরা ওই মামলা তুলে নেওয়ার জন্য প্রায় হুমকি দিতেন রবিউলকে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে শত্রুতা বাড়তে থাকে। এরই মধ্যে ২০২০ সালের ২ ডিসেম্বর বিকেলে রবিউল ইসলাম লাউজানি বাজারে যান। সন্ধ্যার পর আসামিরা বাজারের মধ্যে রবিউল ইসলামকে মারপিট করে গুরুতর জখম করে।

গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে প্রথমে যশোরে, পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইসহাক আলী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ আবু সুফিয়ান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সবশেষ এ মামলার রায়ে বুধবার বিচারক দুই আসামির উপস্থিতিতে প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এম,আর,এইচ/নিউজবিডিজার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বিজিবির ধারাবাহিক অ’ভিযানে ভারতীয় পণ্য ও মা’দক সহ আ’টক-২

বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২ জন আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ইজিবাইক, শাড়ী, থ্রী পিস,...

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিলো মালয়েশিয়া হাইকমিশন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার...

কালীগঞ্জে পুকুর খনন নিয়ে দু’পক্ষের সং’ঘর্ষে আ’হত -৭ 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: পুকুর খননের অবৈধ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭...

এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার অন্তর্গত একটি বিস্ময়কর জনপদ হলো বানিয়াচং। বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে স্বীকৃত এই ঐতিহাসিক গ্রামটি আয়তন...