যশোরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ০১

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

এম, ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে যশোরে সরকারি মাইকেল মধুসূদন কলেজে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী লিটন আনুমানিক বয়স ( ৩০) পিতা অজ্ঞাত পরীক্ষা কালে ডিভাইসসহ তাকে আটক করেন,শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। ২ই ফেব্রয়ারী ২০২৪ শুক্রবার ১০ ঘটিকার সময় এম এম কলেজ যশোর এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে জানা যায়, পরীক্ষা চলাকালীন সময়ে কানের ভেতরে ডিভাইস সহ একজন পরীক্ষার্থীকে কেন্দ্রে থেকে হাতে নাতে ধরে বহিষ্কার করে এবং অধ্যক্ষের অফিস রুমে আটক করে রাখে।

কলেজ সূত্রে জানা যায় এ বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ৫৫ জন। এর ভিতরে সরকারি মাইকেল মধুসূদন দত্ত (এমএম) কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪০০ জন, এর মধ্যে উপস্থিত হয়েছে ২৪৪৫ জন ৭১.৯১% ।

এই সময় উপস্থিত ছিলেন যশোর এবং মনিরামপুর উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা অত্র কলেজের শিক্ষকসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। এই ঘটনার বিষয় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মর্জিনা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন কলেজে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা চলাকালীন ডিভাইসসহ হাতেনাতে ওই পরীক্ষার্থীকে আটক করেন।

তবে ওই পরীক্ষার্থীকে আনুমানিক ৫ ঘন্টা অফিস কক্ষে আটক করে রাখলে ও কোন সমাধান দিতে পারলেন না বলে জানান কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার।

প্রশ্ন উঠেছে এই পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে আটক হলেও কর্তৃপক্ষ এর কোন সমাধান দিতে পারলেন না।

এই ঘটনার বিষয় এস, আই হেলালের কাছে নিউজ বিডি জার্নালিস্ট ২৪ টিম জানতে চাইলে তিনি বলেন আটককৃত পরীক্ষার্থীর নাম লিটন কাশিমপুরের নওদা গ্রামের পিতা অজ্ঞত। তিনি আরো বলেন যশোর সরকারি মাইকেলে মধুসূদন কলেজের অধ্যক্ষ জানাবা মর্জিনা আক্তার ওই পরীক্ষার হল থেকে ডিভাইসসহ আটককৃত পরীক্ষার্থীকে আমাদের হাতে তুলে দেয় নাই। তবে পরীক্ষার্থীর কানের ভিতরে থাকা সেই  ডিভাইসটি  কানের ভিতরে রয়েছে। তবে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিতে হবে তার কানের ভিতর থেকে ওই ডিভাইসটা বের করতে হবে।

error: Content is protected !!