প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ
যশোরে সরিষা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরে সরিষা চাষের বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার সকালে যশোর সদরের বিভিন্ন চাষের মাঠে গিয়ে দেখা যায়, সরিষা ফুলের মাঠ ফুলে ফুলে হলুদ হয়ে আছে। প্রতিবছরের ন্যায় এ বছরও কৃষকেরা ধান উঠার সাথে সাথে খেতে সরিষার বীজ বপন করেন। আগাম বীজ বপনের সরিষা খেতে এখনই ফুল আসা শুরু করেছে । চাষী হাসেম তরফদার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শস্যের ফুল এসেছে মৌমাছি তারা মধু সংগ্রহের ব্যস্ত সময় পার করছে। প্রতিবছরের ন্যায় এবছরের আমাদের মাঠে অনেকে শস্য বপন করেছেন ভালো ফলনের আশায়। গতবছরের চেয়ে এবার অনেক কৃষক বাম্পার ফলনের আশা করছে। তারা আরো বলেন আবহাওয়া অনুকূলে থাকলে এই মাঠ থেকে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন সম্ভব। আবহাওয়া সুন্দর থাকলে আমরা এবছর প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করতে পারব যা আমাদের অর্থনীতিতে অবদান রাখবে বলে আশা করি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com