মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
”জাতির পিতা রক্তের ঋণ দক্ষ জাতি গড়ার শপথ নিন” এই স্লোগানকে সামনে রেখে যশোরে রামনগর ইউনিয়নে সতীঘাটা নতুন বাজারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও গণভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শনিবার বিকালে সতীঘাটা নতুন বাজারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও গণভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোকসভা ও গণভোজ অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা রনির সভাপতিত্বে এবং যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুসের সঞ্চালনায় শোকসভা ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন, জনাব আনোয়ার হোসেন বিপুল সাবেক সাধারণ সম্পাদক যশোর জেলা ছাত্রলীগ ও ভাইস চেয়ারম্যান যশোর সদর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন, শেখ আলাউদ্দিন মুকুল যশোর জেলা যুবলীগ’র শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক, ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রাজু আহমেদ সদর যশোর। শোকসভা ও গণভোজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যশোর পৌর ছাত্রলীগের আরবায়ক তসিকুল রহমান রাসেল। আরো উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নের ছাত্রলীগ নেতা, মুন্না হোসেন, সাগর হোসেন, শাহিন আলম, মারুফ হোসেন, সাইদুর রহমান, রাহুল রানা, রমজান আলী, টগর হোসেন, রিজভী, রাইজুল ইসলাম, আসিফ ইকবাল,, অভি, বনি হোসেন প্রমুখ। শোকসভা ও গণভোজের আয়োজন করেন রামনগর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।