মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে সতীঘাটা নতুন বাজারে দোকানদারের কাছ থেকে চটপটি খাওয়ার টাকা লেনদেনের বিষয় নিয়ে বাকবিতন্ডাকে কেন্দ্র করে স্থানীয় দোকানদারকে হুমকি ধামকি ও লাঞ্ছিত অকথ্য ভাষায় কথাবার্তা বলায় স্থানীয় দোকানদার এবং স্থানীয় জনগণ সহ্য করতে না পেরে হুমকি দাতাদেরকে মারধর ও প্রাইভেটকার যার নং ঢাকা মেট্রো -খ ১৩ - ২৩২৬ ভাঙচুর করে এবং তাদের অকথ্য ভাষায় কথাবার্তায় দোকানদার ও স্থানীয় জনগণের হাতে যশোর হুশতলা সেকেন্দারের ছেলে শেখ রিপন (২৯) গণকে মারধর এবং গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়। তবে তাদের হুঙ্কারে ও হুমকিতে ভয়ে বাজার থেকে দোকানদার এবং জনগণ পালিয়ে যান। শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টার সময় সতীঘাটা বাজারে চটপটি খাওয়া টাকা পয়সার লেনদেন নিয়ে দোকানদার এবং জনগণের কাছে ক্রেতারা মারধর এবং গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়, সতীঘাটা নতুন বাজারে চটপটি দোকানে দোকানদারও ক্রেতা দুজনেই মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া-ঝাটি শুরু হয়ে যায়। এই ঘটনার রূপ অন্যরূপে ধাবিত হয়। এই ঘটনার বিষয় বাজারে কেন্দ্রে ছড়িয়ে পড়লে স্থানীয় দোকানদার এবং জনগণ ক্ষিপ্ত হয়ে মারধর এবং গাড়ি ভাঙচুর ঘটনা ঘটে বলে জানান। এ ঘটনার বিষয় চটপটির দোকানদার হোসেন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দোকান থেকে চটপটি খাওয়ার শেষে টাকা পয়সা নেওয়া এবং দেওয়ার বিষয় নিয়ে আমাকে হুমকি ধামকি ও দোকান ভাঙচুর লাঞ্ছিত শিকার হয়েছি। এই ঘটনা দেখে বাজারে দোকানদার এবং জনগণ ক্রেতাদের উপর আক্রমণ করে এবং তাদের প্রাইভেটকার ভাঙচুর করে জনতার হাতে মারধর জখমে শিকার হয়। এদিকে প্রাইভেট কার এবং মারধরের শিকার ক্রেতা রিপনগণদের কাছে জানতে চাইলে তিনি বলেন, চটপটি দোকানদার কাছ থেকে চটপটি খাওয়ার টাকা পয়সা নিয়ে বাগ তর্কবিতর্ক হয়। এক পর্যায় এই ঘটনা ভিন্ন রূপ ধারণ করে এরই মধ্য ঘটনা বিপরীত দিকে গেলে দোকানদার এবং বাজারে জনগণ আমাদেরকে বেধড়ক মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে। তিনি আরো বলেন আমাদের গাড়ি ভাঙচুর বেধকড় মারধর জখমের শিকার হয়েছি। ঘটনার বিচারের দাবিতে আমি সড়কে অবস্থান করছি। দৃশ্য ! এ ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানার এস আই মোঃ তুহিন এবং গ্রাম পুলিশ জয়নাল ঘটনা স্থান পরিদর্শন করেন। এই সময় ঘটনাস্থানে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ হোসেন, সভাপতি নজরুল ইসলাম,বাজার কমিটি স্থানীয় জনগণ উপস্থিতিতে রবিবারের দিন ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে যাওয়ার বিষয় নিয়ে মীমাংসা করবেন বলে জানান। এ দুর্ঘটনা ঘটে যাওয়া সতীঘাটা বাজার কমিটির সভাপতি রাসেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এসআই তুহিন এবং ইউপি সদস্যের রাশেদ হোসেন উপস্থিতিতে আলোচনা এবং মীমাংসার সিদ্ধান্ত দিল ধার্য করেন। যে রবিবার সকালে এই ঘটনার বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে বসবসি হবে বলে জানান। এদিকে দোকানদার এবং স্থায়ী জনগণ বলেন তাদের অশ্লীল ভাষা এবং হুংকার দিয়ে কথাবার্তায় আমরা নীরবতা পালন করেছি। তবে স্থানীয় দোকানদার এবং জনগণ বলেন, ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা আর কোন নতুন ঘটনা না ঘটে। তাই এলাকাবাসী, স্থানীয় দোকানদার এবং জনগণকে সাধুবাদ জানান। এই দুর্ঘটনা এলাকায় থমথম বিরাজ করছে। বাজারে দোকানদার ও স্থানীয় জনগণ এই ঘটনার বিষয় তদন্তপূর্ব প্রশাসনে আশু- হস্তক্ষেপ কামনা করেন।