যশোরে সতীঘাটা ঈদগাহ মাঠে বৃহত্তম পবিত্র ঈদুল ফিতরে নামাজের জামাত অনুষ্ঠিত
লেখক:
প্রকাশ: 2 years ago
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনুমানিক ২০ টি দেশের মুসলিম ও স্থানীয় মুসলিমগণ বৃহত্তম এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ শান্তিপূর্ণ ভাবে জামাতের সহিত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ রা এপ্রিল) সকাল ৬:৩০ মিনিটে সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় রমজান মাসে প্রথম সপ্তাহে সুদূর আফ্রিকার থেকে বাংলাদেশে যশোর সতীঘাটা আরশাফুল মাদারিস মাদ্রাসায় আসেন এবং ২৭ দিন ধরে অত্র মাদ্রাসা ও বিভিন্ন দেশ থেকে আসা মুসলিমগণ এবং অত্র মাদ্রাসার কোরআন পাখিদের নিয়ে কোরআন ও হাদিসের বিষয় নিয়ে আলোচনা করেন এবং শনিবারের দিন বৃহত্তম এই পবিত্র ঈদুল ফিতরের জামাতে সহিদ নামাজ আদায় করা ও কোরআন হাদিসের বিষয় নিয়ে অত্র ঈদগার মাঠে মুসলিমদের মাঝে হাদিসের তরজমা প্রকাশ করেন, হযরত ইব্রাহিম আফ্রিকী (আফ্রিকার হুজুর) এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের সহিত রোজার মাসে মুসলিমদের অগ্নি পরীক্ষা যে এবার ঈদুল ফিতরের নামাজ শনিবার সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। রোজার মাসের ন্যায় রাতে সেহেরী খাবারের সময় যেমন উঠে সেহরি খাই তেমনি পবিত্র ঈদুল ফিতরের দিন ভোর রাতের সেহরি খাওয়ার সময় উঠে গোসল করে পবিত্র হয়ে ফজরের নামাজ পড়ে শেষ করে আস্তে আস্তে সমস্ত মুসল্লিগণ ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলে দলে মুসলিমগণ অংশগ্রহণ করেন। সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ান, হযরত ইব্রাহিম আফ্রিকী ( আফ্রিকার হুজুর) মোনাজাত ও দোয়া পরিচালনা করেন দোয়া পরিচালনা করেন, মোহতামিম অজিহুর রহমান। জানা যায় হযরত ইব্রাহিম আফ্রিকী (আফ্রিকার হুজুর) ২৮ বাংলাদেশের এসেছেন, এবং হুজুর উদ্দেশ্য মাহে রমজান মাসে যশোর আশরাফুল মাদারিস মাদ্রাসা অবস্থান করেন, এবং রমজান মাস শেষ করে পবিত্র ঈদুল ফিতর নামাজ জামাতে আদায় করবেন। শুরুতে সতীঘাটা আশরাফুল মাদারিস মাদ্রাস আল্লাহ কোরআন পাখিদের নিয়ে হাদিসের তরজমা শোনান দীর্ঘ ২৭ দিন পরের দিন শনিবার সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃহত্তম পবিত্র ঈদুল ফিতরের নামাজ উপস্থিত হয়ে হুজুরেররসফর সঙ্গীসহ প্রায় ২০টি দেশ থেকে আসা এবং স্থানীয় মুসলিমদের মাঝে কোরআন ও হাদিসের বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। তবে সতীঘাটা ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শান্তি স্বরূপ সম্পন্ন হয়। এদিকে প্রশাসনের কঠোর অবস্থানে এবং নিরাপত্তা সহিত সতীঘাটা ঈদগাহ মাঠে বৃহত্তম এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।