যশোরে সতীঘাটার কামালপুর বিশিষ্ট সমাজসেবক আবু সাঈদ পাটোয়ারীর ইন্তেকাল
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কামালপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক যশোর জেলা বিএনপি সহ-সভাপতি, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালযের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ পাটোয়ারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৯২) বছর। জানাযায় তিনি দীর্ঘদিন যাবৎ স্টোক রোগে ভুগছিলেন। হঠাৎ সোমবারের দিন মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঐদিন রাত আনুমানিক রাত ১১টা সময় চিকিৎসাধীন অবস্থায় নিউজ বাড়ীতে মারা যান। মৃত্য কালে তিনি ২ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন, মঙ্গলবার (২৫ শে এপ্রিল) মঙ্গলবার জহরবাদ সতীঘাটা কামালপুর জামিয়া মোহাম্মাদিয়া আদর্শ ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে মহরমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মহরমের নামাজের জানাযা উপস্থিত ছিলেন। তারই ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধ জিএম আব্দুল হাই, ১১ নং রামনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান লাইফ আরো উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মারুফ হোসেন তরু, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, রামনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডাক্তার আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আরও উপস্থিত ছিলেন এবং আওয়ামীলীগ ও বিএনপি অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীগণ। মহরুমের নামাজের জানাজায় অংশগ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতৃবৃন্দরা এবং স্থানীয় মুসল্লিগণ এবং সকলে তার মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মৃত ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন। মহরমের নামাজে জানাজা পড়ান, সতীঘাটা আশরাফুল মাদারিস মাদ্রাসার হাফেজ সাব্বির আহমেদ। মহরমের নামাজের জানাজার শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।