স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার মণিরামপুর মহাসড়কে সতীঘাটা বাজার সংলগ্ন একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ২২-০৯৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কিনারে উল্টে পড়ে। এতে ট্রাকের চালক সবুজ (২৯) ও তার সহকারী জিহাদ (২৩) আহত হন। দুর্ঘটনাটি ঘটে ১৯ জানুয়ারি রবিবার সকাল ৭টা ২০ মিনিটে, বাজারস্থ মুক্তিযোদ্ধা মোস্তফার বাড়ির সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউরিয়া সার বোঝাই ট্রাকটি সতীঘাটা বাজার এলাকায় পরিবহনের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কিনারে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ দ্রুত এগিয়ে এসে চালক ও সহকারীকে উদ্ধার করে সতীঘাটা নতুন বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়।
আহত চালক সবুজ জানান, শনিবার রাতে খুলনার রূপসা থেকে ইউরিয়া সার নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মণিরামপুর মহাসড়কের কামালপুর মসজিদের কাছে পরিবহনের চাপে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।