স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ
যশোরের ঝিকরগাছায় বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জানুয়ারি) যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া মোল্লাপাড়া এলাকার স্বপন হোসেন ওরফে সুজন (৩২) ও সজীব হোসেন ওরফে সোহান (২৪), একই এলাকার সাব্বির হোসেন ওরফে সৈকত (২০) এবং কাশিপুর এলাকার রাহাত হোসেন ওরফে রকি (১৯)।ঘটনার বিবরণ অনুযায়ী , যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় নাভারণ থেকে ছেড়ে আসা লোকাল যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি চালিয়ে বাসের যাত্রীবেশে থাকা ওই চার মাদক ব্যবসায়ীকে ২৮ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।