মোঃ ওয়াাজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে হলরুমে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ উপজেলা প্রাথমিক কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অত্র ইউনিয়ন পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধা সংগতি পরিষদ সদর উপজেলায় কমিটি গঠন প্রসঙ্গে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ উপজেলা কমিটি গঠন মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন, প্রদীপ কুমার দাস সদস্য সচিব যশোর জেলা আববায়ক কমিটি।কামরুজ্জামান চৌধুরী আহবায়ক মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ যশোর জেলা। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ যশোর জেলা হালিমুল হক ফরহাদ। যুগ্ন আবহবায়ক যশোর জেলা, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান মানিক। মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন, অত্র ইউনিয়ন পরিষদের ইপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদে উপজেলা প্রাথমিক কমিটিরা হলেন। সভাপতি বাবু দুলাল সমাদ্দার , সহ - সভাপতি শ্রী অমল ক্লান্তি ঘোষ, শ্রীরামকৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সম্পাদক শ্রী রতন সরকার, আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, কোষাধাক্ষ রমেশ দাস, প্রচার সম্পাদক রাজিবুল হক, প্রকাশনা সম্পাদক রবীন্দ্রনাথ দাস, দপ্তর সম্পাদক হাবিবুর ইমান, আইন সম্পাদক আব্দুর রউব, কল্যাণ সম্পাদক হীরু মুরশিদ, সাংস্কৃতিক গুরুদাস বিশ্বাস,মহিলা সম্পাদিকা জুমাইনা খাতুন, ছাত্র যুব সম্পাদক রিজাউল ইসলাম, সদস্য সুভাষ সরদার, হায়দার আলী, অজয় বিশ্বাস, কামরুল ইসলাম, মহাদেব মল্লিক, কামরুল ইসলাম উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ উপজেলা প্রাথমিক পর্যায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।