যশোরে রামনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাতা বই লাইভ ভেরিফিকেশন এর মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীদের ভাতা বই লাইভ ভেরিফিকেশন এর মাধ্যমে যাচাই-বাছাই করে তা সম্পূর্ণ কার্যক্রম প্রক্রিয়াধীন। ২০ ও ২১ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন ব্যাপী অত্র ইউনিয়ন পরিষদ হলরুমে ভাতা বই ভোগীদের যাচাই-বাছাই করে তা সম্পূর্ণ কার্যক্রম প্রক্রিয়াধীন হবে বলে জানা যায়।
সূত্রে জানা যায় যশোরে রামনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০ ও ২১ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন ব্যাপী অত্র ইউনিয়ন পরিষদ হল রুমে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের লাইভ ভেরিফিকেশন এর মাধ্যমে যাচাই-বাছাই  করা হবে। বয়স্ক ভাতা ভোগীদের ক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি ও ভাতা বই, প্রতিবন্ধীদের ক্ষেত্রে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সুবর্ণ কার্ড ও  ভাতা বই, বিধবাদের ক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি অত্র ইউনিয়ন  পরিষদ থেকে বিধবা প্রত্যয়ন ও ভাতা বইসহ সকল প্রকার ভাতা ভোগীদের নিজে উপস্থিত থাকতে হবে। তবে যদি কেউ ভাতা বই  ভোগীরা উপস্থিত না হন তাহলে তার ভাতা বই বাতিল বলে গণ্য হবে বলে জানা যায়। এই সময় উপস্থিত ছিলেন, যশোর  সদর উপজেলার ইউনিয়ন সমাজ কর্মী নূর হাবিবা  উপজেলা সমাজসেবা কার্যালয়, ইউনিয়ন সমাজকর্মী মনিরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী সাজ্জাত হোসেন, ইউনিয়ন সমাজকর্মী সাফায়েত হোসেন উপজেলা সমাজ সেবা কার্যালয় সদর যশোর। আরো উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের ইউপি  চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ইউপি সচিব মিজানুর রহমান, রামনগর ইউনিয়নের ৯ টির ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দসহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!