মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
''জাতির পিতা রক্তের ঋণ দক্ষ জাতি গড়ার শপথ নিন'' এই স্লোগানকে সামনে রেখে যশোরে রামনগর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড মধ্যপাড়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট রবিবার ৯ নং ওয়ার্ড সিরাজসিঙ্গার মধ্যপাড়া ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাইদুল ইসলামের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা আব্বাস আলী সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, ১১নং রামনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউপি চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান লাইফ।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলী, রামনগর ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান, রামনগর ইউনিয়নের কৃষি বিষয়ক সম্পাদক ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা পূজা পরিষদের সহ সভাপতি দুলাল সমাদ্দার, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আশরাফুল আলম ভুট্টো, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন, ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য মারুফ হোসেন তরু, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ হোসেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপ্রসাদ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান, ৭, ৮ ৯ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ঝরনা বেগম। শোকসভায় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নয়ন ঘোষ আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান খোকন, মেহের আলী বিশ্বাস জিএম বাবু ডাক্তার। পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকারিয়া গাজী, নুরইসলাম। আরোও উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগ ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভায় ও দোয়া মাহফিল পরিচালনা করেন, কুয়াদা দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান।