মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদরে মূড়লীর ট্রেন রাস্তার সংলগ্নে আদালতের রায়ে জমিতে চলাচলের জন্য রাস্তা তৈরি কালে ২ পক্ষের বাধা দেওয়াই মারামারি ঘটনায় সেনাবাহিনীর হস্তক্ষেপে রাস্তা তৈরি বন্ধ করে দেয়। ৮ আগষ্ঠ বৃহস্পতিবার সকালে মূড়লীর মোড় সংলগ্নে রাস্তা তৈরি কালে এই মারামারির ঘটনা ঘটে।
জানাযায়, যশোর সদরে মূড়লীর ট্রেন রাস্তার সংলগ্নে বীরমুক্তিযোদ্ধা আবু আব্দুল্লাহ বিশ্বাস গ্রাম কাজীপুর আদালতের রায়ে জমি পাওয়ার পর চলাচলে জন্য রাস্তা তৈরি কালে ঐ জমির দলিল সুত্রের মালিক মুনতাজ গাজী সেই জমিতে রাস্তা তৈরিতে বাধা দিলে ২ পক্ষে মারামারি ঘটনাতে ২ পক্ষ এতে রক্ত ক্ষয়ে ও আঘাতে স্বীকার হয়। এই ঘটনার দলিল সুত্রের জমির মালিক মুনতাজ গাজী তাৎক্ষণিক সেনাবাহিনীর কাছে মোবাইল ফোন করেন।
কিছুক্ষণ পরেই ২ টা জীপ গাড়িতে করে সেনাবাহিনী আসেন এবং ঘটনাস্থান পরিদর্শন করেন। ঘটনাস্থানে পরিদর্শন শেষে সেনাবাহিনীর কারেন্ট অফিসার নজরুল ইসলামসহ সেনা সদস্যগণ সকলের উপস্থিতিতে ২ পক্ষ ডেকে বলেন, আপনাদের মধ্যে যা কিছু ঘটেছে এখানে আপনারা সবাই এই ঘটনাটি এখানে শেষ করেন।
এই আদালতে রায়তে পাওয়া জমির মালিক আবু আব্দুল্লাহ বিশ্বাসকে বলেন, আপনি এই রাস্তা তৈরি করা বন্ধ করে রাখে।
তবে আপনারা অপেক্ষায় করেন, দেশে সরকার গঠন হলে আপনারা ২ পক্ষ আদালতে মাধ্যমে এই জমির ঘটনার বিষয় সমাধান করে নিবেন। তখন ২ পক্ষই শান্তির লক্ষে দেশের চলমান পরিস্থিতি বিষয় সেনা কর্মকর্তারা তাদেরকে এই পরামর্শ দেওয়াই ২ পক্ষই সেনাবাহিনীকে সাধুবাদ জানান।