যশোরে মহাসড়কে আইরি চাষের ব্যাপক সফলতা 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর সদর উপজেলার সামাজিক বনায়ন সমিতির সহযোগিতায় মনিরামপুর মহাসড়কে কামালপুর বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে সড়কে দুই ধার দিয়ে আইরি চাষের ব্যাপক সফলতা আশঙ্কা করছেন বন কর্মকর্তারা। সোমবার বিকালে বুধবার মহাসড়কের দুই ধার দিয়ে এই আইরি চাষের এই দৃশ্য দেখা মেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যশোর সদরে মনিরামপুর মহাসড়কে কামালপুর বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে সতীঘাটা বাজার থেকে কুয়াদা বাজার পযর্ন্ত সড়কে আইরি চাষ করতে দেখা যায়।

এ বিষয়ে কামালপুর বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতি উদ্যোগে সতীঘাটা বাজার থেকে কুয়াদা বাজার পর্যন্ত সড়কের আইডি চাষ করতে দেখা যায়। এ বিষয়ে কামালপুর বাজাডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকার কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আইরি চাষ করতে খুব কম দেখা মেলে। তবে বর্তমানে এই আইরি চাষ এখন বিলুপ্তের পথে। কালের বিবর্তনের এই আইরি চাষ করে ভালো ফলনের সফলতা আশংকা করছি আমরা।

তবে আইরি গাছে ভালো ফল ধরেছে বলেই ভালো ফলনে আশা করছি। কামালপুর বাজিয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে মনিরামপুর মহাসড়কের শুধু আইরি চাষ নয় বিভিন্ন প্রজাতি ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে বলে জানান বন কর্মকর্তারা।

error: Content is protected !!