Wednesday, February 5, 2025

যশোরে মনিরামপুর মহাসড়কে  মোটরসাইকেল ও রিক্সা মুখোমুখি সংঘর্ষে আহত – ৩

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা মণিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে মোটরসাইকেল রিক্সারৃ মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মুস্তাফিজুর রহমান (১৮),সুজন মন্ডল (২০), রিকশাচালক মেহেদী হাসান (৩৪) গুরুত আহত হয়। শনিবার (২২ রা এপ্রিল) দুপুর ১২ঃ ৩০ ঘটিকায় সময় মণিরামপুর মহাসড়কে সতীঘাটা  মসজিদ সংলগ্নে এই সড়ক দুর্ঘটনার ঘটে।  জানাযায় পালসার মোটরসাইকেল যার নং যশোর ল ১২ – ৮১৬৬ এবং yamaha rx যশোর হ ১১- ০৭৩৬ এই মোটরসাইকেল দুইটি চৌগাছা থেকে ছেড়ে এসে মনিরামপুর কালিবাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে মনিরামপুর  মহাসড়কে সতীঘাটা কামালপুর মসজিদ সংলগ্নে আসলে অপর দিক থেকে ছেড়ে আসা একটি চামড়া বোঝাই রিক্সা মসজিদ সংলঙ্গে আসলে পালসার মোটরসাইকেল টি সজোরে সংঘর্ষে রিক্সাচালক ও মোটরসাইকেল চালক এবং  আরোহী  আহত হয়। মোটরসাইকেল চালক মুস্তাফিজুর রহমান (১৮) মারাত্মক  জখম এবং  মোটরসাইকেল আরোহী আহত হলে স্থানীয় জনগণের সহায়তায় যশোরের ফায়ার সার্ভিস অ্যামবুলেস এসে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে রিক্সাটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং চালক আহত হলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসাধীন আছেন।   এই সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার এস আই মিহির মন্ডল ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থান পরিদর্শন করেন,  এবং দুইটি মোটরসাইকেল হেফাজতে রাখেন। পরিশেষ মোটরসাইকেল দুইটি স্থানীয় জনগণের কাছে জিম্মা রেখে তিনি বলেন মোটরসাইকেলের অভিভাবকরা আসলে এই দুটি মোটরসাইকেল তাদের কাছে বুঝায় দেবেন এবং তাদের মোটরসাইকেল দুইটি বুঝিয়া পাইয়েছে তাদের সাক্ষাৎকার নিয়ে তাদের  জিম্মায় দিয়ে দিবেন। পরিশেষে স্থায়ী জনগণ তাদের ঐ মোটরসাইকেল দুটি তাদের হাতে তুলে দেন। এ দুর্ঘটনা মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনা আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে ভোট দিতে এসে মোটর শ্রমিকের  মৃ’ত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে এসে নুর ইসলাম সজল নামে এক মোটর শ্রমিক মারা গেছেন। নিহত...

কালীগঞ্জে অ’বৈধ ইট ভাটায় পুড়ছে কাঠ  নিরব দায়িত্বশীল কর্তৃপক্ষ   

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা কয়লা। কিন্তু  লোক দেখানো কিছু কয়লা ভাটার...

মগরাহাট কলেজে শুরু আগুনের পরশমনি – ২০২৫

মনোয়ার ইমাম, কলকাতা মগরাহাট কলেজে শুরু হলো বাৎসরিক অনুষ্ঠান "আগুনের পরশমনি - ২০২৫"। অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন বিধায়িকা...

কালীগঞ্জে ভাঙ্গাচোরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মালিয়াট ইউনিয়নের বেথুলীর  খুড়ারবাজারের ত্রিমোহনি থেকে ত্বত্তিপুর বাজার পর্যন্ত প্রায় ৪...