যশোরে মণিরামপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিমেন্ট বাহী ট্রাক উল্টে খাদে আহত – ১

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে মনিরামপুর মহাসড়কে কুয়াদা বাজার সংলগ্নে সিমেন্ট বাহী একটি ট্রাক যার নং যশোর – ট ১১- ৩২৭৭ সড়কের একই দিক থেকে ছেড়ে আসা আর একটি সবিন তৈলবাহী একটি ট্র্যাক যার নং কুষ্টিয়া -ট ১১ – ৩৩৫৭ পিছন থেকে এসে  সজোরে ধাক্কা দিলে সিমেন্ট বোঝা ট্রাকটি খাদে পড়ে যায এতে ট্রাকের হেলপার আহত হয়।
শনিবার রাত আনুমানিক ৯ঃ৩০ মিনিটে মণিরামপুর মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝায় একটি ১০ চাকার ট্রাক মণিরামপুর মহাসড়কে কুয়াদা বাজার সংলগ্নে সিমেন্ট বুঝাই ট্রাকটি সড়কের পাশে রেখে ট্রাকের ড্রাইভার ট্রাকের নিকট হেলপারকে রেখে পাশে মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এ দিকে মোংলা বন্দর থেকে ছেড়ে আসা একটি সবিন তৈল বুঝায় করে কুষ্টিয়া উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে মণিরামপুর মহাসড়কে কুয়াদা বাজার সংলগ্নে আসলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝায ট্রাকটির পেছনে থেকে তৈলবাহী ট্রাকটির সজোরে ধাক্কায় দিলে সড়কের কিনারে উল্টে যায় এতে করে সিমেন্ট বোঝার হেলপার আহত হন। আহত হেলপারকে স্থানীয় জনগণ উদ্ধার করে কুযাদা বাজার সংলগ্নে মুন হাসপাতালে নিয়ে যান তবে এই সড়ক দুর্ঘটনায় কোন হতাহত ঘটনা ঘটেনি বলে জানা যায়। তবে এই সড়ক দুর্ঘটনায় দুইটি ট্রাকের ক্ষতি এবং ট্রাকে থাকা মালামালে ক্ষতি হয়। এই সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালী মডেল থানার এস আই খাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থান পরিদর্শন করেন এবং যান চলাচল সাভাবিক অবস্থায় রাখেন। পরিশেষে ট্রাকের মালিকগণ আলোচনার মাধ্যম সিমেন্ট বাহী ট্রাকটি সড়কের কিনারে উল্টে থাকা অবস্থায় রেখে সবিন তৈলবাহী ট্রাকটি পুলিশের রেখার গাড়ীতে করে যশোরের দিকে নিয়ে যান। এই সময় কানাইতলা হোটেল ব্যবসায়ীগণ রাতে এই সড়ক দুর্ঘটনায় স্থানে এসে শেষে তথ্য সংগ্রহ কালে সাংবাদিকের উপর হোটেল ব্যবসায়ীগণ চড়াও হয়ে হুমকি প্রদান করেন।
সাংবাদিক সবার ডাকে ঘটনার বিষয় তথ্য সংগ্রহ করবে এটাই সাংবাদিকের কাজ। তবে প্রশ্ন উঠে হোটেল ব্যবসায়ীর খুটির জোর কোথায়। তবে এই সড়ক দুর্ঘটনায় হোটেল ব্যবসায়ীর ব্যবহারে এলাকাবাসী অসন্তুষ্ট  জনক প্রকাশ করেন। তবে হোটেল ব্যবসায়ীর কি সার্থকতা ছিল ঐ রাতে দুর্ঘটনায় স্থানে এলাকাবাসি জানতে চায়। কিসের সার্থকতার জন্য হোটেল ব্যবসায়ী সাংবাদিকের সাথে এমন ব্যবহার করল স্থানীয় জনগণ হতবাক।
error: Content is protected !!