মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
দেশের উন্নয়ন সহযোগী হিসেবে ব্র্যাক বিগত ৫০ বছর ধরে, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ষ্টার প্রজেক্টে নারী পুরুষ তরুন তরুনীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পে বিভিন্ন ট্রেডের অ্যাপেন্টিসশিপ মডেলে প্রশিক্ষণের মাধ্যমে জীবন সংগ্রামে সহায়ক ভূমিকা পালন করছে। উন্নয়নের অগ্রযাত্রায় ব্র্যাক শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, ক্ষুদ্রঋণ, নারী, পুরুষ ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জীবনমান পরিবর্তনে নিরলস ভূমিকা পালন করে চলেছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও ব্র্যাকের কার্যক্রম দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
তারই ধারাবাহিকতায় যশোর সদর উপজেলার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী প্রশিক্ষণ কক্ষে ব্র্যাক ইন্টারন্যাশনাল রিজিওনাল স্টাফ ব্র্যাক তানজেনিয়া, আফ্রিকা এবং ব্র্যাক উগান্ডার উপস্থিতিতে নারী প্রশিক্ষনার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিমূলক সেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মার্ক কয়েসীগা রুকুন্দ (উগান্ডা), ক্রিস্টাল কারোকোজি (আফ্রিকা) শুকুরু মুসাবিলা (তানজানিয়া), জোসেফ কাবান্ডা (উগান্ডা), ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রজেক্ট ম্যানেজার জনাব মোস্তাফিজুর রহমান, ডিসটিক ম্যানেজার সোবহান শেখ, সেক্টর স্পেশালিস্ট পারভিন আক্তার, কর্মসূচি সংগঠক এস এম কামরুল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে তারা কর্মসূচির কর্মকান্ডে সন্তোষ প্রকাশ।