প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
যশোরে বিচালী ঘরে আগুন জ্বালিয়ে পালিয়েছে দুবৃত্তরা
যশোর সদর উপজেলা ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড চৌঘাটা গ্রামে আব্দুল আজিজের বাড়ির বিচালি ঘরে কে বা কারা রাতের আঁধারে বিচালী ঘরে আগুন ঘরে থাকা সব বিচালী ও পশু পাখি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
১৮ (০৫/২০২৪ ইং তারিখ শনিবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় কে বা কার বিচালি ঘরে আগুন জ্বালিয়ে সব বিচালী ও পশু পাখি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বলে জানান । সরে জমিনে গিয়ে দেখা যায় সোমবার সকালে নরেন্দ্রপুর ইউনিয়নে চৌঘাটা গ্রামে আব্দুল আজিজ এর বাড়িতে গিয়ে দেখি তার বিচালী ঘরে সব বিচালী আগুনে পোড়ানো অবস্থায় দৃশ্য দেখা যায়। এই ঘটনার বিষয় আব্দুল আজিজের ছেলে মমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আমি রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। গত শনিবার রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়, তখন রাত আনুমানিক ২ টা বাজে দেখি আমার বিচালী ঘরে আগুন জ্বলছে। আমার পিতা মাতা তখন গ্রামের প্রতিবেশীদের ডাকতে জান, এই সময় আমি এবং আমার বড় ভাই পানি ঢেলে বিচালী ঘরের আগুন নিভাইতে থাকি কিন্তু কিছুতে আগুন নিয়ন্ত্রণ করতে পারছি না। এরই মধ্যে আমার বিচালী ঘরে ৯ কাওন বিচালী পুড়িয়ে যায় এবং ঘরের মধ্যে থাকা ৩ তাক একটি মুরগির কোঠা ছিল কোঠার মধ্যে দেশি মুরগি ২০ টা, রাজহাঁস ৭ টা, পাতি হাঁস ১৫ টা কবুতর, ৭ টা পুড়িয়ে মারা যায়। এদিকে নারকেল গাছ ৬ টা, পেয়ারা গাছ ১ টা, কাঁঠাল গাছ ২ টা, আরো কয়েকটি প্রজাতির গাছ আগুনে পুড়ে যায়।
তিনি আরো বলেন, শনিবার গভীর রাতে কে বা কারা আমার বিচালির ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছেন । এই ঘটনার বিষয় ভুক্ত ভোগী পরিবার তদন্তপূর্বক প্রশাসনের আশু - হস্তক্ষেপ কামনা করেন
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com