মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদরে মুড়লীর মোড় অফিস রুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি
( বিএম এসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসর বাদ যশোর মুড়ালীর মোড়ে অফিস রুমে এই রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর খুলনাবিভাগীয় সিনিয়র সহ- সভাপতি দৈনিক প্রতিদিনের কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, আইসিটি সম্পাদক সেলিম হোসাইন, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক ও জাগরণী টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, যশোর জেলা কমিটির সভাপতি ও এশিয়ান টিভি জেেলা প্রতিনিধি নাসিম রেজা, সহ - সভাপতি গ্রামের কন্ঠের স্টাফ রিপোর্টার আমির আলী শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক যশোর, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও প্রতিদিনের কন্ঠে ফেরদৌস কামাল, নিবাহী সদস্য ও দৈনিক গ্রামের কন্ঠ নাঈম হোসেন, দৈনিক গ্রামের কন্ঠ ইমাম হোসেন, দৈনিক আমার দেশ প্রতিদিন নাজমুল হোসেন খান রন্টু, জসিম উদ্দিন তুহিন আমার দেশ প্রতিদিন, দৈনিক কল্যাণ বাঘারপাড়া প্রতিনিধি শহিদুল ইসলাম, সদস্য শাওন হোসেনসহ (বিএম এসএস) এর সদস্যবৃন্দ। রোগ মুক্তি ও দোয়া পরিচালনা করেন, মোঃ ইমরান হোসেন। এছাড়াও উপস্হিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।