যশোরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 days ago

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সদর উপজেলার নরেন্দ্রপুরে এই কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক( ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, গত কয়েক দিনে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে গরীব-অসহায় মানুষ শীতে বেশি কষ্ট পাচ্ছে। তাই তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ করে শীতার্ত এসব মানুষের কিছুটা উপকারে আসে।

এসময় তিন শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা।

error: Content is protected !!