মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটায় আলোচনা সভা ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা ধলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসান আলী বিশ্বাস । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া অভয়নগর নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার। ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যাকান্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ই মে বিদেশ থেকে এই দিনে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৪১ বছর যাবত বিচক্ষণতার সাথে আওয়ামী লীগ এর নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আলোচনা সভায় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সম্মানিত সদস্য ও বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী, দোহাকুলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অমল স্বর্নকার, ধলগ্রাম ইউনিয়নের ওলামা লীগের সভাপতি মোঃ আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম সর্দার,মোঃ ইসহাক মোল্যা,মোঃ মান্নাফ হোসাইন, মোঃ সাহেব আলী, ধলগ্রাম ইউনিয়নের সদস্য নয়ন আলী, জাহাঙ্গীর আলম,মোঃ আজিজুর রহমান, নারী ইউপি সদস্য মোছাঃ হীরা খাতুন, মোছাঃ আরজিনা বেগম প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পে এক হাজারের অধিক রোগীকে ফ্রী চিকিৎসা দেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার, অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা দীপংকর বিশ্বাস ও তৌহিদুর রহমান।