প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
যশোরে বসুন্দিয়া ইউনিয়নে বাসমতি ধানের চাষ লাভ জনক আশা করছেন কৃষকরা
যশোর সদর উপজেলা বসুন্দিয়া ইউনিয়নে জয়ন্ততা ও কিফাত নগর চাষের মাঠে বাশমতি ধানের চাষ লাভ জনক আশা করছেন কৃষকরা
রবিবার সকালে বসুন্দিয়া ইউনিয়নে জয়ন্ততা ও কিফাত নগরের চাষের মাঝে বাশমতি ধানের চাষের এই দৃশ্য মেলে। সরেজমিনে কি দেখা যায় যশোরে বসুন্দিয়া ইউনিয়নে জয়ন্ততা ও কিফাত নগরে চাষের মাঠে আনুমানিক ৬০ থেকে ৭০ বিঘা বাশমতি ধানের চাষ করেছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয় চাষী আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পাকিস্তান ইন্ডিয়াতে নয় এখন যশোরে বসুন্দিয়া জয়ন্ততা ও কিফাত নগরের চাষের মাঠে বাশমতি ধান চাষ করা হচ্ছে। তিনি আরো বলেন, আমার ৫১ শতক জমিতে ৩৩ মন হবে আশা করি। তবে বাংলাদেশ সরকার যদি একটু সুনজর রাখেন তাহলে আমার মনে হয় পাকিস্তান থেকে এই বাশমতি চাউল আমদানি করতে হবে না। আমাদের দেশে জনগণ ২০০ থেকে ২৫০ টাকা দরে এই চাউল ক্রয় করতে পারবেন। এই বাশমতির ধান চাষের বিষয় চাষী আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন সোসাইটি এর কাজ থেকে আমরা এই ধানের বীজ সংগ্রহ করেছি, তবে এই বামমতি ধান বিষ মুক্ত। তবে এ বাসমতি ধান বীজ থেকে বীজ ১২০ দিন সময় লাগে। তবে এই বাশমতি ধান খুবই সুগন্ধিৎ তবে এই ধান চাষ করে খুব লাভজনক ফসল।
এ বিষয়ে সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমাদের মতন কৃষকেরা এই বাশমতি ধান চাষ করতে আরো উৎসাহিত হবে বলে জানান। তিনি আরো বলেন, বর্তমান এই বাশমতি ধ্যান গুলো যশোর, কুষ্টিয়া,ঝিনাদহ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কালিগঞ্জ, এই ৬টি জেলায় এই বাশমতি ধানের চাষ হচ্ছে বলে জানান।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com