যশোরে বর্ণিল আলোয় সেজেছে পূজা মন্ডপ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

এম ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শুক্রবার মহা সমারহে মহা পঞ্চমী পূজার মাধ্যমে  দুর্গাপূজার শুভ সূচনা হয়েছে। সে লক্ষ্য মন্দির গুলো সাজানো হয়েছে বর্ণিল আলোক সজ্জায়। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দুষ্টের দমন  আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে মর্তলোকে দেবী দুর্গার আগমন ঘটেছিল। সরজমিনে ঘুরে দেখা যায় যশোরের বিভিন্ন পূজা মন্ডপ  বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত । যশোরের বিভিন্ন পূজা মন্ডপে আলোক সজ্জা দেখে দর্শনার্থীরা অভিভূত। আজ ১৯ অক্টোবর শুক্রবার মহা পঞ্চমী অনুষ্ঠান শুরু হয়ে আগামী ২৪ অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে  বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ সমাপ্তি হবে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে যশোর জেলা পুলিশ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার  করেছেন। ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে পূজা পরিচালনার দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন। পূজা মন্ডব ঘুরে দর্শনার্থীদের কাছে জানার চেষ্টা করলে তারা বলেন, অন্যান্য বছরের ন্যায় এ বছরের পূজার আয়োজন বেশ জাকজমকপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী পূজা পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটবে না বলে আশা রাখি
error: Content is protected !!