যশোরে ফের ট্রেন দুর্ঘটনা, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টারঃ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ব্রেক ব্যান ভেঙ্গে গেছে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এরপর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।

যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের কিছু আগে নওয়াপাড়া রেল ক্রসিংয়ে পৌছালে ট্রেনের গার্ডের ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যায়। এরপর আরেকটি ইঞ্জিন দিয়ে সেটি উদ্ধার করা হয় ।

উদ্ধার কাজ শেষে বিকেল ৩টার পর থেকে খুলনার সাথে পুনরায় সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে যশোরের বসুন্দিয়া রেলস্টেশনের নিকটে খুলনা থেকে ছেড়ে যাওয়া নাটোরগামী একটি তেলবাহী ট্রেনের কন্টেইনার উল্টে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় টানা ছয় ঘণ্টা খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল।

error: Content is protected !!