নিজস্ব প্রতিবেদক:
আজ ২৩শে ডিসেম্বর সোমাবার সন্ধা ৭.৩০ মিনিটে যশোরের লাক্সারী ডাইনে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন যশোরের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রেনেটা পিএলসি (এএইচডি) এর সৌজন্যে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাইভেট ভেটরিনারি অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি ডাঃ মোঃ আকতার ফেরদৌস রানা, প্রধান অতিথি উপস্থিত ছিলেন রেনেটা পিএলসির খুলনা বিভাগীয় ডেপুটি সেলস ম্যানেজার এ কে এম ফজলুল হক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা পিএলসি যশোরের সিনিয়র ডিএসএম আলাউদ্দিন হাওলাদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক ডাঃ এস এম ওয়াহেদ কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের প্রথিতযশা ভেটেনারিয়ান বৃন্দ। মিলন মেলায় আগামী দিনের ভেটেরিনারি পেশার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য খোলামেলা আলোচনা হয়।
প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন যশোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভেটেরিনারি পেশাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল স্তরের ভেটেরিনারিয়ান বৃন্দ।