মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোরের নওয়াপাড়া পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে পৌর সভাপক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১শে জুন বুধবার বিকাল ৫ টায় সময় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র সুশান্ত কুমার দাস । বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র সুশান্ত কুমার দাস এই অর্থ বছরের ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে, ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ২৫৫ টাকা, উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা।
এই সময় মেয়র বলেন, নাগরিক মান উন্নয়নে রাস্তা, ড্রেন নির্মাণ অব্যাহত থাকবে। তিনি আরও জানান, পৌরসভার নাগরিকদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার জন্য ৩ টি প্রকল্প চলমান রয়েছে। প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, প্যানেল মেয়র, পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অভয়নগর রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক’র অভয়নগর প্রতিনিধি বদরুজ্জামানসহ বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিকবৃন্দ।