সোহেল রানাঃ
যশোরে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরের দিকে কোতোয়ালী থানাধীন শংকরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, আকাশ (২৪) তোতা মিয়া ওরফে মেজোর, অনিক ওরফে অনি(২৩) আলতাফ হোসেন ওরফে আলতুর, রিয়াজ (১৯) আকরাম মোল্লার ও জাহিদুল ইসলাম (১৯) সোলেমানের ছেলে এবং সকলে যশোর কোতোয়ালি মডেল থানার শংকরপুর এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবির এসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার আসামি অনিকের বাড়িতে অভিযান পরিচালনা করে ৪জন ছিনতাইকারীকে দেশীয় ০১টা তলোয়ার, ০১টা হাসুয়া, ০২টা চাইনিজ কুড়াল, ০২টা ছুরি, ০৩টা বার্মিজ চাকু ও ৬০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে ডিবির (এসআই) শাহীনুর রহমান বলেন, যশোর জেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য,০১নং আসামী অনিকের বিরুদ্ধে ইতোপূর্বে ২টা হত্যা,২টা অস্ত্র, ৩টা মাদক মামলাসহ মোট ৭টা মামলা এবং ০২নং আসামী রিয়াজের বিরুদ্ধে ইতোপূর্বে ২টা হত্যা,২টা অস্ত্র,২টা মাদক মামলাসহ মোট ৬টা মামলা রয়েছে।