ডেক্স প্রতিবেদকঃ
যশোরে দুর্বৃত্ত হামলায় আহত ছাত্রলীগকর্মী মোহাম্মদ রাকিব (২৪) মারা গেছেন। তিনি সদর উপজেলার রূপদিয়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
রোববার রাতে মারধরের শিকার হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দলীয় কর্মসূচিতে যোগদান নিয়ে দুইপক্ষের বিরোধে রোববার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রাকিবসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। আহত আরও চারজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অন্যরা হলেন, কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী, ইস্তাক আহমেদ অপু, শহিদুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলী।
আহত ইমরান আলী বলেন, শনিবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাবা কাজী শাহেদ আহমেদ স্মরণে কচুয়ায় শোকসভা করা হয়। ওই শোকসভায় যোগ দেওয়ার কারণে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। ঘটনার সময় আমরা নিমতলী টেকেরহাট বাজারে বসেছিলাম। এসময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, রাকিবের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঢাকায় মোহাম্মদ রাকিবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।