প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
যশোরে দুপুরে তীব্র তাপদহে যুবকেরা মসলা দিয়ে আম খাওযা নিয়েই ব্যস্ত
যশোর সদর উপজেলা দুপুরে তীব্র তাপদাহে ১১ নং রামনগর ইউনিয়নে ০৫ নং ওয়ার্ড তোলাগোলদার পাড়া গ্রামে একদল যুবকেরা বাড়ি থেকে মশলা বানিয়ে নিয়ে গাছ থেকে আম পেড়ে খাওয়া নিয়ে ব্যস্ততা সহীদ পার করছে।
বুধবার দুপুর বেলায় সতীঘাটা তোলাগোলদার পাড়ার গ্রামে একদল যুবকেরা বাড়ি থেকে মশলা বানিয়ে আম পেড়ে খাওয়ার দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায় যশোরে তোলাগোলদার পাড়া গ্রামে একদল যুবকেরা বাড়ি থেকে মশলা বানিয়ে ও গাছ থেকে আম পেড়ে সড়কের উপর বসে খেতে দেখা যায়।
এই আম খাওয়ার ঘটনার বিষয় জানতে চাইলে যুবকেরা বলেন, প্রতিবছরের ন্যায় আমরা এ বছরে ও আমাদের এই গ্রামে আমরা কয়েকজন যুবক এক সাথে বাড়ি থেকে মশলা বানিয়ে গাছ থেকে আম পেড়ে মসলা দিয়ে খেয়ে থাকি। এই দুপুরে তীব্র তাপদহনে আমরা গাছ থেকে টক আম পেড়ে মসলা দিয়ে খেতে খুব মজা লাগছে। তবে দুপুরে তীব্র গরমের হাত থেকে বাঁচতে মসলা দিয়ে টক আম খাওয়ার এর কোন বিকল্প নেই।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com