যশোরে দড়াটানা ও চিত্রার মোড় সংলগ্নে পচা ময়লার দুর্গন্ধে জনগণ হতবাক 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোরে প্রাণকেন্দ্র দড়াটানা ও চিত্রার মোড় সংলগ্নে সড়কের উপর ময়লার পচা আবর্জনার ফেলে রাখার দুর্গন্ধে স্থানীয় দোকানদার যানবাহন ও পথচারীর হতভাগ হয়ে পড়ে। ৮ রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে যশোর দড়াটানা ও চিত্রার মোড় সংলগ্নে এই দৃশ্য দেখা মেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা সড়কে ট্রাফিক মোড় এবং চিত্রার মোড় সংলগ্নে লোহা পটি ঢুকতেই মেইন সড়কে বিভিন্ন প্রকার ময়লা পচা আবর্জনা ফেলে রাখতে দেখা যায়। এই ময়লা পচা আবর্জনা দুর্গন্ধে স্থানীয় দোকানিরা ও পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। শুধু তাই নয় ওই ময়লা পচা আবর্জনার মধ্যে মশা মাছি ও বিভিন্ন প্রকার জীবাণু আধিপত্য বিস্তার করতে দেখা যায়।

যশোর শহরে সকাল বেলায় সেখানকার স্থানীয় দোকানদার, বিভিন্ন প্রকার যানবাহন পথচারীরা এ ময়লা পচা আবর্জনা দুর্গন্ধে হতভাগ হয়ে পড়ে। যানবাহন এবং পথচারীরা চলাচল কালে সেখানকার ঘটনার দৃশ্যপট দেখে এবং তার দুর্গন্ধে বলছেন এমন হবার তো কথা ছিল না তবে কেন এই দৃশ্য দেখা দিল। এই ঘটনার বিষয় পথচারী মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যশোরে প্রাণকেন্দ্র দড়াটানাই সড়কের উপর ময়লা পচা আবর্জনা ফেলে রেখেছে তার দুর্গন্ধে চলাচল জনগণের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

তবে যশোর শহরে দুটি স্থানে এমন ময়লা পচা আবর্জনা ফেলে রাখা দৃশ্যপট এবং তার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে স্থানীয় দোকানদার পথচারী এবং সাধারণ জনগণ। তিনি আরো বলেন অতি দ্রুত এই ময়লা পচা আবর্জনা সংস্কার না করলে আরো বেগবান দুর্গন্ধ সৃষ্টি হতে পারে বলে জানান।

error: Content is protected !!