আমিতাভ মল্লিক, প্রধান ক্রাইম রিপোর্ট:
যশোরের অভয়নগর উপজেলার মধুপুর গ্রামে অভয়নগর থানা পুলিশ ও ভাটপাড়া তদন্তকেন্দ্রে কর্মরত সহ পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মোঃ নূর ইসলাম (৫০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি নূর ইসলাম অভয়নগর থানার মধ্যপুর গ্রামের মৃত আব্দুল গফুর মীরের ছেলে।
অভয়নগর উপজেলাকে সন্ত্রাসী ও মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালিত হয়।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভয়নগর থানাধীন ভাটপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ) মোঃ মকলেচুর রহমান, সংগীয় এএসআই(নিঃ) মোঃ শাকিল খাঁন, গোলাম মোস্তফা,ওহিদুজ্জামান,গোলাম রসুলসহ
সন্ত্রাসী নূর ইসলামকে গ্রেফতার করে। নূর ইসলামের তথ্য অনুযায়ী বসত ঘর সংলগ্ন খড়ি রাখার ঘরের মেঝেতে মাটির নিচে রাখা ০১টি দেশীয় তৈরি তিননলা শুটারগান, বাটসহ লম্বা ২৭ ইঞ্চি, তিনটি ফায়ারিং পিন, তিনটি ট্রিগারযুক্ত সহ উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারের জন্য আসামিকে আজ শুক্রবার (১৬ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।