যশোরে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজ সরদার এর ইন্তেকাল

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 7 months ago

স্টাফ রিপোর্টার:
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম -সম্পাদক  এবং বাংলাদেশ পরিবহন সংস্হা শ্রমিক সমিতি ২২৭ (রেজীঃ)  এর শ্রমিক নেতা পারভেজ সরদার (৪৫) ইন্তেকাল করেছন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ঃ৩০ মিনিটে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার  বেলা আনুমানিক ১১ঃ৩০ ঘটিকার সময় নিজ বাসবভনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন, তাৎক্ষণিক পরিবারের লোকেরা প্রাইভেট যোগে সদর হাসপাতালে নিয়ে যান। যশোর সদর হাসপাতালে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিনিটে  চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
মৃত্যুকালে তিনি ১ মেয়ে ২ ভাই ১ বোন ও মাতাসহ অনেক শুভাকাংখি রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ঈশার নামাজের পর তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাযায় উপস্হিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ন সম্পাদক নাজমুল হোসেক বাবুল,  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ন-সম্পাদক রেজানূল ইসলাম খান রিয়েল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহম্মেদ, থানা যুবদলের যুগ্ন-সম্পাদক খুরশিদ আলম বাবু, যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ,  থানা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, রামনগর ইউনিয়ান বিএনপি তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং অনন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মরহুমের নামাজে জানাজায় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগ নেতা ফল্টু চাকলাদার, যশোর জেলা ২২৭ এর  মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ ফুলু, সভাপতি মামুনুর রশিদ বাচ্চুসহ উক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং  যশোর জেলা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের  আওয়ামী লীগ এবং  বিএনপি  বিভিন্ন পর্যায় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা, ও বিভিন্ন জায়গায় থেকে আসা মুসল্লী ও স্থানীয় মুসল্লীগণেরা  উপস্থিত ছিলেন।
মরহুমের নামাজের জানাজা পড়ান, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ইমাম ও খতিব তিন গম্বুজ জামে মসজিদ।  মরহুমের নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
error: Content is protected !!